-------------------একটি শোক সংবাদ------------------

কানাইঘাট উপজেলার ৮নং জিঙ্গাবাড়ী ইউনিয়নের  উপর জিঙ্গাবাড়ী মীরমাটি নিবাসী  প্রবীন মুরব্বি মীরমাটি কেন্দ্রীয় মসজিদের বর্তমান সম্মানিত মুতাওয়াল্লি জনাব,
রুহুল আমিন ওরফে নুরু ডাক্তার সাহেব অদ্য সিলেট ক্লিনিকে ইন্তেকাল হইয়াছেন।
মারহুমের নামাজে জানাজা আজ আসরের নামাজের পর জিঙ্গাবাড়ী ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হইবে।
এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।
আমি/ আমরা মারহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।
এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আর মহান রব্বে পাকের দরবারে প্রার্থনা করছি তিনি যেন তার বান্দাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে যেন কবুল করেন।
আমিন!!

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আসল পরীক্ষার্থীদের রেখে নকল পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের আটক।

মারুফ সারওয়ার চৌধুরী!

তিন লক্ষের থেকেও বেশী মুসল্লির উপস্হিতিতে,,, ৩০/০১/২০২০ ইং তারীখে আল্লামা আনোয়ার শাহ রহঃ নামাজে জানাজার দৃশ্য।