আসল পরীক্ষার্থীদের রেখে নকল পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের আটক।

N‌ভোলায় এসএস‌সি দা‌খিল পরীক্ষায় আসল পরীক্ষার্থী‌দের ছ‌বি প‌রিবর্তন ক‌রে পরীক্ষা দেয়ার সময় ১০ জন ভুয়া পরীক্ষার্থীসহ জয়নগর বা‌লিকা দা‌খিল মাদ্রাসার সুপার মোঃ জা‌কির হো‌সেন‌কে আটক ক‌রে‌ছে নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট।

‌আজ মঙ্গলবার সকা‌লে ভোলার দৌলতখান উপ‌জেলার আবু আবদুল্লাহ ক‌লে‌জের দা‌খিল পরীক্ষার কেন্দ্র থে‌কে তা‌দের আটক করা হয়।
প‌রে তা‌দের ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্য‌মে মাদ্রাসার সুপার জা‌কির হো‌সেন‌কে ২ বছর ও নিজা আক্তার না‌মে এক পরীক্ষার্থী‌কে ১ বছ‌রের কারাদণ্ড প্রদান ও লিমা আক্তার, রা‌বেয়া সুলতানা, ময়না আক্তার, হা‌সিনা বেগম, নাজমুন নাহার, বি‌বি খা‌দিজা, সুমা বেগ‌মসহ ৯ জ‌নের বয়স কম হওয়ায় তা‌দের ভোলা কো‌র্টে আদাল‌তে প্রের‌ণের নি‌র্দেশ দেন জেলা অ‌তি‌রিক্ত নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
‌তি‌নি জানান, দৌলতখান উপ‌জেলার জয়নগর বা‌লিকা দা‌খিল মাদ্রাসার দশম শ্রেণির ৯ জন ও ব‌হিরাগত একজন দি‌য়ে মাদ্রাসার সুপার মোঃ জা‌কির হো‌সেন মোটা অং‌কের টাকার বি‌নিম‌য়ে আসল পরীক্ষার্থী‌দের রে‌জি‌স্ট্রেশন কা‌র্ডের ছ‌বি প‌রিবর্তন ক‌রে বোরখা প‌রে দৌলতখান আবু আবদুল্লাহ ক‌লে‌জ কে‌ন্দ্রে হা‌দিস দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়ার সময় তা‌দের রে‌জিস্ট্রেশন কা‌র্ডের ছ‌বি স‌ন্দেহ হ‌লে তা‌দের আটক করা হয়। প‌রে ওই শিক্ষার্থীরা সব স্বীকার কর‌লে ওই মাদ্রাসার সুপার জা‌কির হো‌সেন‌কে আটক করা হয়।
প‌রে ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্য‌মে ওই মাদ্রসার সুপার‌কে ২ বছর, এক ভুয়া পরীক্ষার্থী‌কে ১ বছ‌রের কারাদণ্ড ও বাকি ৯ জন‌কে ভোলা কো‌র্টে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

মন্তব্যসমূহ